Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:২৫

আলফাডাঙ্গায় বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। তিনি বলেন, 'দেশের বর্তমান প্রেক্ষাপটে তারুণ্যকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষকে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।'

​কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত। তিনি দলের আগামী দিনের সাংগঠনিক রূপরেখা এবং তরুণ প্রজন্মের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুজ্জামান আরবের সঞ্চালনায় অন্যদের মধ্যে  আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম খান কায়েস, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমি শেখ, আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার ও পৌর ছাত্রদলের সহ-সভাপতি মাহামুদ ইসলাম প্রমুখ।

​সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা তৃণমূল পর্যায়ে দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

​কর্মশালায় উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিয়া রাকিবুল/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর