Logo

সারাদেশ

ফেনী-১ আসনে একজনের দেনা কোটি টাকা, অন্যজনের কোনো ঋণ নেই

Icon

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ২০:৩৩

ফেনী-১ আসনে একজনের দেনা কোটি টাকা, অন্যজনের কোনো ঋণ নেই

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং তার স্ত্রী নাজমুন নাহার হাসি পেশায় ব্যবসায়ী।

এই দম্পতির বার্ষিক আয় কয়েক কোটি টাকা। মজনু ‘মেসার্স ইমা এন্টারপ্রাইজ’, ‘মা এন্টারপ্রাইজ’ ও ‘মায়াজ ট্রেডিং কর্পোরেশন’ নামে তিনটি প্রতিষ্ঠানের মালিক। তার স্ত্রী হাসি ‘মাশফী ইলেকট্রনিক্স’-এর মালিক। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এ তথ্য পাওয়া গেছে।

হলফনামার তথ্য অনুসারে, মজনু ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে ১ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮শ’ ৮৩ টাকা আয় দেখিয়েছেন। একই রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ২৩ টাকা এবং প্রদত্ত আয়করের পরিমাণ ৩২ লাখ ৭৮ হাজার ২শ’ ৬৫ টাকা। তার স্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। এর মধ্যে রয়েছে রাজধানীর শান্তিনগরে ছয়তলা বাড়ির একটি অংশ (৫৯ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা), জাতীয় ভলিবল স্টেডিয়ামে ১০ হাজার ১৬২ বর্গফুটের একটি দোকান (১২ লাখ ৮ হাজার টাকা), ঢাকার শান্তিনগরে কনকর্ড মার্কেটের টুইন টাওয়ারে ১৯.৫৭ বর্গমিটারের একটি দোকান (৫ লাখ ৭৫ হাজার টাকা), ছাগলনাইয়ায় ৫৩ লাখ ৯০ হাজার টাকার জমি, রাজধানীর পল্টনে চায়না টাউন মার্কেটে ৩৫০.৫৮ বর্গফুটের একটি দোকান (১৩ লাখ ৫৬ হাজার ৩শ’ ২০ টাকা), ঢাকার শান্তিনগরে ১,৫১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট (১৩ লাখ ১১ হাজার টাকা), দক্ষিণ শাহজাহানপুরে ১,৫৪৭ বর্গফুটের একটি ফ্ল্যাট (৩৮ লাখ ৮৫ হাজার টাকা) এবং একই এলাকায় ১,৫১৪ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট (৩৮ লাখ ৮৫ হাজার টাকা)।

মজনুর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ঢাকা ব্যাংকে জমা ৩ লাখ টাকা, ইউসিবিএল ব্যাংকে এফডিআর ২০ লাখ টাকা, নোহা মাইক্রো ফাইন্যান্সে ৩৪ লাখ টাকা, আসবাবপত্র ৯০ হাজার টাকা, ইলেকট্রনিক পণ্য ১ লাখ টাকা, নগদ ২৭ লাখ ৪৮ হাজার ৩শ’ ২২ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৬৬ লাখ ৮৬ হাজার ৬শ’ ৭৬ টাকা। তিনি ২০০৬ সালের ২০ আগস্ট থেকে একটি পিস্তল, একটি শটগান ও তাজা গুলি ব্যবহার করছেন, যার বাজারমূল্য ৮৬ হাজার ৩শ’ ৫০ টাকা। শেয়ারের বিপরীতে তার ৫৭ লাখ ৯৩ হাজার ৬৫৩ টাকা ঋণ রয়েছে। এ ছাড়া বাড়ি ক্রয়ে ৪৫ লাখ ৭০ হাজার ৪৯৯ টাকা এবং গাড়ি ক্রয়ে ৭ লাখ ৪৫ হাজার ১১২ টাকা ঋণ দেখানো হয়েছে।

অন্যদিকে, নাজমুন নাহার হাসি ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে ১৫ লাখ ৫৪ হাজার টাকা আয় দেখিয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯শ’ ১৯ টাকা এবং প্রদত্ত আয়করের পরিমাণ ১ লাখ ৩২ হাজার ৮০০ টাকা। তার নামে স্থাবর সম্পদের মোট পরিমাণ ১০ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে রয়েছে ঢাকার জাতীয় ভলিবল স্টেডিয়াম এলাকায় ১৭১ বর্গফুটের একটি দোকান (২৪ লাখ ৮ হাজার টাকা), ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় ছয়তলা আবাসিক ভবন (১ কোটি ১১ লাখ ৪৯ হাজার ১৪৬ টাকা), রাজধানীর পল্টনে ৮৫০ বর্গফুটের একটি অফিস (৩৮ লাখ ৯ হাজার ১২০ টাকা) এবং রাজধানীর আউটার সার্কুলার রোডে ১,৯৫৫ বর্গফুটের একটি ফ্ল্যাট (৪৪ লাখ ৯৪ হাজার ৫শ’ ৬০ টাকা)। অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ অর্থ ৩০ লাখ ৯৭ হাজার ৮৭৯ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২২ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা, ইলেকট্রনিক পণ্য ২ লাখ ৭৫ হাজার টাকা এবং আসবাবপত্র ১ লাখ ৫০ হাজার টাকা। মজনুর ২০ ভরি ও হাসির ৫০ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে।

অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন স্থাবর-অস্থাবর সম্পত্তি অনুযায়ী ১ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৫শ’ ২ টাকার মালিক। তার বার্ষিক আয় ১৬ লাখ ৬২ হাজার ১শ’ ৯৪ টাকা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পেশায় আইনজীবী এসএম কামাল উদ্দিনের অস্থাবর সম্পদের মূল্য ৫৭ লাখ ৩ হাজার ৩শ’ ৫৭ টাকা ও স্থাবর সম্পদের মূল্য ৬৬ লাখ ৮৫ হাজার ১৪৫ টাকা। তার পরিবারের সকলেই তার ওপর নির্ভরশীল এবং তাদের কোনো আয় নেই। তার আয়ের উৎস বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া। এই খাত থেকে তার বার্ষিক আয় ১ লাখ ৮৪ হাজার ৬শ’ ৫৮ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তার আয় ১ লাখ ৪৯ হাজার ৩শ’ ৯১ টাকা এবং পেশা থেকে বার্ষিক আয় ১৩ লাখ ২৮ হাজার ১৪৫ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ টাকা রয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৩শ’ ৬৩ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ২ কোটি ২৩ লাখ ২শ’ ৪৩ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ার রয়েছে ২ লাখ ৭৮ হাজার ৯শ’ ৩২ টাকার। সঞ্চয়পত্র, স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্র ও ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ রয়েছে ২৫ লাখ ২০ হাজার ৮শ’ ১৯ টাকা। তার বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেলের অধিগ্রহণকালীন মূল্য ১০ লাখ টাকা। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে ২ লাখ ৫৬ হাজার টাকা। ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র ও অন্যান্য সম্পদের মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।

স্থাবর সম্পদের মধ্যে তার কৃষিজমি রয়েছে ২ লাখ টাকা মূল্যের এবং অকৃষিজমি ১৩ লাখ টাকা মূল্যের। তার ৫১ লাখ ৮৫ হাজার ১৪৫ টাকা মূল্যের দুইটি বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে। তিনি বছরে ১ লাখ ৬৪ হাজার ৪শ’ ৩৯ টাকা আয়কর প্রদান করেন। তার একক বা যৌথ কোনো ঋণ, ঋণখেলাপি বা দেনা নেই।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর