Logo

সারাদেশ

হাইকোর্টে বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫

হাইকোর্টে বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১১ জানুয়ারি) আদালতের একটি দ্বৈত বেঞ্চ সংক্রান্ত রিট আবেদন খারিজ করে এ সিদ্ধান্ত জানান। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থী হওয়ার পথে আর কোনো আইনগত বাধা রইল না।

জানা যায়, দুটি বেসরকারি ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলায় কাজী রফিকুল ইসলাম উচ্চ আদালত থেকে আগে স্থগিতাদেশ পেয়েছিলেন। তবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত স্থগিতাদেশটি তুলে নেন। রোববার চূড়ান্ত শুনানিতে আদালত রিটটি খারিজ করে দেন।

আদালতের এই সিদ্ধান্তে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের প্রবাহ লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপির মনোনয়ন পান কাজী রফিকুল ইসলাম। এরপর গত ২৮ ডিসেম্বর তিনি সারিয়াকান্দি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর