পর্দা নামল ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১৮:০৫
বগুড়ায় শেষ হলো ‘ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের আয়োজনে ৮ জানুয়ারি মধুবন সিনেপ্লেক্সে শুরু হওয়া এই উৎসব ১০ জানুয়ারি পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। তিন দিনের আয়োজনে বিশ্বের ৩২টি দেশের মোট ৭৪টি চলচ্চিত্র দর্শকদের সামনে প্রদর্শিত হয়।
উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এ বছর সাতটি বিভাগে অনারেবল মেনশন এবং ছয়টি বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক শর্ট ফিল্ম বিভাগে রাশিয়ার ‘আইডেনটিটি’, অ্যানিমেটেড বিভাগে স্পেনের ‘ইন হাফ’, ফিচার ফিল্ম বিভাগে বেলজিয়ামের ‘অন মেল্টিং স্নো’ এবং ডকুমেন্টারি বিভাগে ভারতের ‘ন্যাচার ব্যান্ডেজ’ সেরা নির্বাচিত হয়। ওপেন ডোর শর্ট ক্যাটাগরিতে স্পেনের ‘এ মাইলস উইথ আউট হোম’ এবং জাতীয় বিভাগে বাংলাদেশের ‘জোয়ার’ পুরস্কার অর্জন করে।
বিভিন্ন দেশের অভিজ্ঞ ১১ জন জুরি নিয়ে গঠিত জুরি বোর্ড এসব পুরস্কার নির্ধারণ করেন। উৎসবে ছয়টি দেশ থেকে ৪৫ জনের বেশি চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী অংশ নেন, যা আয়োজনটিকে আরও আন্তর্জাতিক মাত্রা দেয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর। আলোচনায় অংশ নেন নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান ও জুরি সদস্য সন্তোষ সুবেদীসহ দেশীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক নির্মাতা ও কলাকুশলী।
সব মিলিয়ে, দেশি-বিদেশি চলচ্চিত্রের মিলনমেলায় এবারের বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সফলভাবে পর্দা নামাল।
এসএসকে/

