Logo

সারাদেশ

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:৩৪

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও নাম লিখিয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত গবেষক ড. শাহাবুদ্দিন আহমেদ।

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও নাম লিখিয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত গবেষক ড. শাহাবুদ্দিন আহমেদ। সম্প্রতি প্রকাশিত ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’-এ তিনি বিশ্বের শীর্ষ ১০ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন।

নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে হাইড্রোজেন এনার্জি এবং পরিবেশ রক্ষা সংক্রান্ত গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে তিনি বিশ্বখ্যাত এলসভিয়ার ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকাতেও স্থান করে নিয়েছিলেন।

ড. শাহাবুদ্দিন আহমেদ বর্তমানে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সিটি অব মালায়া’-তে সহকারী অধ্যাপক এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউএনএসডাব্লিউ সিডনি ও ইউটিএস-এ গবেষক বিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত মোনাশ ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং ইউনিভার্সিটি অব অ্যাডিলেড থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

একাডেমিক সাফল্যের পাশাপাশি ড. শাহাবুদ্দিন আহমেদ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি এবং জিয়া সাইবার ফোর্সের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এ অভাবনীয় সাফল্যে ফরিদপুরসহ দেশজুড়ে প্রশংসার জোয়ার বইছে। নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত তার গবেষণা আগামী দিনের বিশ্বজ্বালানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রাকিবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর