Logo

সারাদেশ

বগুড়ায় প্রবাসীর হারানো মালামাল ২৪ ঘণ্টায় উদ্ধার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:১১

বগুড়ায় প্রবাসীর হারানো মালামাল ২৪ ঘণ্টায় উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া সদর থানা এলাকায় অটোরিকশায় রাখা এক লিবিয়া প্রবাসীর লাগেজ ও কাঁধব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উদ্ধারকৃত লাগেজ ও কাঁধব্যাগসহ সব মালামাল লিবিয়া প্রবাসী শাকিলের হাতে তুলে দেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে লিবিয়া প্রবাসী শাকিল (২৬) দীর্ঘ চার বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন নিজ বাড়িতে ফেরার পথে শেরপুর রোড থেকে চারমাথা বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠেন। পথে তিনি অটোরিকশায় নিজের একটি লাগেজ ও একটি কাঁধব্যাগ রেখে সাতমাথা এলাকায় আকবরিয়া হোটেলের পাশের একটি মানি এক্সচেঞ্জ অফিসে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি অটোরিকশাটি আর খুঁজে পাননি।

ঘটনার পর বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই রাজীব হোসেন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে প্রবাসী শাকিলের লাগেজসহ অটোরিকশায় ওঠা ও নামার দৃশ্য শনাক্ত করা সম্ভব হয়।

পরবর্তীতে ঘটনার সিসিটিভি ফুটেজ বগুড়া সদর পুলিশ ফাঁড়ির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হলে বগুড়ার স্থানীয় গণমাধ্যমকর্মী জুয়েল হাসানের সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যেই অটোরিকশা চালকের পরিচয় শনাক্ত করা হয়। এরপর বগুড়া সদর থানাধীন খামারকান্দি মধ্যপাড়া এলাকা থেকে প্রবাসীর লাগেজ ও কাঁধব্যাগ উদ্ধার করা হয়। লাগেজে থাকা সব মালামাল অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘সবার সহযোগিতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ ও কাঁধব্যাগসহ সব মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করে তার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

জুয়েল হাসান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর