হেলমেট চুরির অভিনব শাস্তি, শীতের রাতে পুকুরে ২০ বার ডুব
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ২০:৫৭
ছবি : সংগৃহীত
বরিশাল নগরীতে চুরির অভিযোগে এক যুবককে মারধরের পরিবর্তে শীতের রাতে পুকুরে ডুব দেওয়ার অভিনব শাস্তি দেওয়া হয়েছে। ব্যতিক্রমী এ ঘটনায় নগরজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সদর রোড এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে পার্কিং করা মোটরসাইকেল থেকে হেলমেট চুরির ঘটনা বেড়ে যায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে ইউসুফ হোসেন নামে এক যুবককে হেলমেট চুরির সময় আটক করে স্থানীয়রা।
আটকের পর যুবকটি নিজের অপরাধ স্বীকার করে মারধর না করার অনুরোধ জানায়। পরে সবার সম্মতিতে শাস্তি হিসেবে সে নিজেই শীতের রাতে বিবির পুকুরে নেমে কান ধরে টানা ২০ বার ডুব দেওয়ার প্রস্তাব দেয়।
পুকুরে নেমে একের পর এক ডুব দিয়ে ইউসুফ ক্ষমা চায়। শাস্তি শেষে স্থানীয় কয়েকজন তাকে নতুন পোশাক কিনে দেন এবং ভবিষ্যতে অপরাধ না করার অঙ্গীকার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
গাজী আরিফুর রহমান/এআরএস

