চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত আরোহীর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৯
নিহত বাপ্পি মল্লিক
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী বাপ্পি মল্লিক (৪৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।
নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা আশীষ মল্লিক জানান, মঙ্গলবার মল্লিকপাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার সাধারণ সম্পাদক ছিলেন বাপ্পি মল্লিক। বুধবার দুপুরে তিনি হারবাং থেকে চকরিয়া পৌরশহরে বাথরুমের দরজা কিনতে মোটরসাইকেলে রওনা দেন। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস টমটম গাড়িকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাপ্পি মল্লিক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/আইএইচ

