Logo

সারাদেশ

ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:১৫

ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সিডস্টোর-সখিপুর সড়কের আজিজুল হক মেম্বারবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আবু বকর সিদ্দিক (৫৫) ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। তিনি ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলে করে উপজেলা সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আবু বকর সিদ্দিক। আজিজুল হক মেম্বারবাড়ী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আজাহারুল ইসলাম মাস্টার (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত মাছবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। পুলিশের তথ্যমতে, ট্রাকটির নম্বর ১২৩৪০৬।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোমান আহমেদ নকিব/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর