Logo

সারাদেশ

কুমিল্লায় আধিপত্য নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত ২

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১৭:২১

কুমিল্লায় আধিপত্য নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত ২

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আবুল খায়ের মেম্বার ও সালেহ আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই সংঘর্ষ বাঁধে। এতে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুই পক্ষের মধ্যে গত বছরের ৩ আগস্টও সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় আলাউদ্দিন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার পর গ্রামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যার ফলে একাধিক পরিবার প্রাণভয়ে এলাকা ছেড়ে দীর্ঘদিন অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।

সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর