রংপুরে গণপিটুনিতে দুই হত্যার ঘটনায় এবি পার্টির নেতা গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০০:১০
ইউনুস আলী
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস ও প্রদীপ লাল নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তার হওয়া ইউনুস আলী তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব।
ইউনুস আলীর বাড়ি উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামে। এ নিয়ে ওই ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
গত বছরের ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় চোর সন্দেহে দুজনকে আটক করে পিটিয়ে হত্যা করে এলাকার উচ্ছৃঙ্খল জনতা। পরদিন রূপলালের স্ত্রী ভারতী রানী তারাগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত সাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, ভিডিও ফুটেজ ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মিলিয়ে দেখা গেছে, ঘটনার সঙ্গে ইউনুস আলী জড়িত ছিলেন। অন্যদের ধরতে অভিযান চলছে।
তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ঘনিরাপুর এলাকার রূপলাল দাসের মেয়ে নূপুর দাসের বিয়ের কথাবার্তা পাকা করতে ভাতিজি জামাই প্রদীপ লালকে ডেকে পাঠানো হয়। এ জন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে প্রতিবন্ধী প্রদীপ লাল ঘনিরামপুর গ্রামে রূপলালের বাড়ির দিকে রওনা হন। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ লাল কাজীরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজনে ভ্যানে চড়ে বাড়ির দিকে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে আটক করেন। পরে গণপিটুনিতে দুজনই মারা যান।
এএস/

