নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন : নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত ও বিএনপির প্রার্থী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:০৯
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাওয়া জামায়াত ও বিএনপির দুই প্রার্থী আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিভিল জজ ও চাঁদপুর-৪ নির্বাচনি এলাকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেনের আদালতে নির্ধারিত শুনানিতে উভয় প্রার্থীর পক্ষে তাদের আইনজীবীরা উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করেন। পরে আদালত তাদের অপরাধ থেকে অব্যাহতি দেন।
আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে আইনজীবী কাদের খান এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদের পক্ষে আইনজীবী নাছির উদ্দিন পাটোয়ারী আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব দেন। তারা উভয়েই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আর কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে অঙ্গীকার করেন।
এর আগে গত ১৪ জানুয়ারি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ওই দুই প্রার্থীকে শোকজ নোটিশ দেন সংশ্লিষ্ট আদালত। অভিযোগে বলা হয়, তারা নির্বাচনী আচরণ বিধি উপেক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়েছেন।
আদালতে দেওয়া ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে বিচারক উভয় প্রার্থীকে সতর্ক করে দেন এবং এ বিষয়ে আর কোনো ধরনের অনিয়ম না করার নির্দেশনা প্রদান করেন।
এমএইচএস

