ভালুকায় মহাসড়কে গাড়িচাপায় নারী নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় জাহানারা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।
নিহত জাহানারা আক্তার ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাবরের বোর্ড বাজার এলাকার মৃত আনসারুলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা আক্তার বিকেলে ইসলামি ব্যাংকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে সেখানে যান। ব্যাংকের কাজ শেষে ফেরার পথে তিনি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
রোমান/এআরএস

