খাগড়াছড়িতে জমকালো আয়োজনে বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫১
ছবি : বাংলাদেশের খবর
পার্বত্য জেলা খাগড়াছড়িতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা। সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্ত ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিদ্যাদেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিতে দলে দলে ভিড় করেন তারা। এ সময় ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো জেলা শহর।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পূজা মণ্ডপগুলোতে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করেছে।
সরস্বতী পূজা উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ, কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম মন্দির ও আনন্দনগর ভুবনেশ্বরী মন্দিরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দিরে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে— পূজার্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা।

অনিরুদ্ধ চৌধুরী নামের এক শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘সকাল সকাল পরিপাটি হয়ে মায়ের অঞ্জলি নিতে মন্দিরে এসেছি। দেবীর কাছে আমার প্রার্থনা— তিনি যেন আমাদের বিদ্যা দান করেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করার শক্তি দেন।’

নার্সিংয়ের শিক্ষার্থী তৃষা ত্রিপুরা বলেন, ‘প্রতি বছরের মতো এবারও দেবীর আশীর্বাদ নিতে এসেছি। দেবী যেন সব শিক্ষার্থীকে বিদ্যা-বুদ্ধি দান করেন এবং সবার মনের আশা পূরণ করেন, আজকের দিনে এটাই আমার প্রার্থনা।’
ছোটন বিশ্বাস/এমএইচএস

