ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ বলেছেন, ‘হ্যাঁ’ ভোট হচ্ছে স্বাধীন সাংবাদিকতার প্রতীক। আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কার যেন ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে পারে, সে জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এম. আবদুল্লাহ আরও বলেন, ‘এ নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে ভিন্ন ও গুরুত্বপূর্ণ। ট্রেডিশনাল নির্বাচনী প্রতিবেদন এখন আর কাজে আসে না। ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকতার দায়িত্ব এখন অনেক বেশি। পেশাদারিত্ব বজায় না রাখলে নির্বাচন বিঘ্নিত হতে পারে। দায়িত্বশীলতার মাধ্যমেই ইতিহাস গড়ার নির্বাচন সম্ভব।’
তিনি বলেন, ‘১৯৮৮ সালের পর এবারই প্রথম বড় একটি দল (আওয়ামী লীগ) নির্বাচনে নেই। তাই এই নির্বাচনের মেরুকরণ ভিন্ন। এখানে পরস্পর কাছাকাছি মতাদর্শের দুটি দলের প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন বাধাহীন সাংবাদিকতার পরিবেশ রয়েছে। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কতটা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারছি, তা বিবেচ্য। বড় একটি শক্তি নির্বাচনের বাইরে থাকায় তারা নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করতে পারে। ভুয়া ভিডিও দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করা হতে পারে। তাই তথ্য বারবার যাচাই করতে হবে। গণতন্ত্রের পথে আমরা হোঁচট খেতে পারি না।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আরটিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার এবং বাংলাদেশ টেলিভিশনের ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ।
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া।
এ সময় ফেনীতে কর্মরত টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সদস্য ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

