ফেনীতে অপহরণ ও ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৭
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে অপহরণ ও ধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম বাপ্পি (২৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ফেনী পৌরসভার উত্তর চারিপুরস্থ মৌলভী বাড়িতে অভিযান চালিয়ে র্যাবের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বাপ্পি উত্তর চারিপুর মৌলভী বাড়ির আবদুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বাপ্পি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৮৫/১২ ধারার মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তার এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হয়েছে। জামিনে বের হয়ে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাকে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘আটককৃত শহিদুল ইসলাম বাপ্পি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম দীর্ঘ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস

