পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৩৮
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জমগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম রাশেদুল ইসলাম। তিনি পাটগ্রাম উপজেলার পশ্চিম জমগ্রাম গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, রাশেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্ত পিলার ৮০১/১১-এস এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাকে আটক করেছে বিএসএফ। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বিজিবি কর্তৃপক্ষ।
রাহেবুল ইসলাম টিটুল/এমবি

