লোহাগাড়ায় এল.পি.জি সংকট, বিপাকে সিএনজি চালকরা
আবুল কালাম আজাদ, লোহাগড়া, চট্টগ্রাম
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:০৫
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এল.পি.জি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এল.পি.জি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস না পাওয়ার ঘটনা সাধারণ চিত্রে পরিণত হয়েছে। যারা গ্যাস পাচ্ছেন, তার পরিমাণও সীমিত হওয়ায় এল.পি.জি চালিত সিএনজি ও অটো রিকশার শত শত চালক বিপাকে পড়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার মহাসড়ক সংলগ্ন হাজী ওবায়দুল হোসাইন এল.পি.জি ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকা এই দৃশ্য দেখা গেছে।
ফিলিং স্টেশনের ম্যানেজার ওসমান গণি ঢাকা প্রতিদিনকে জানিয়েছেন, ‘আমরা চাহিদা অনুযায়ী ডিলার থেকে গ্যাস পাচ্ছি না। যে পরিমাণ পাচ্ছি তা সকল সিএনজির মধ্যে ভাগ করে দিচ্ছি। দৈনিক চাহিদার মাত্র ৪০ শতাংশ গ্যাসই পাওয়া যাচ্ছে, এ কারণে সংকট সৃষ্টি হয়েছে।’
মোস্তাফিজুর রহমান নামের একজন সিএনজি চালক জানিয়েছেন, ‘সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে ফিরে আসতে হয়েছে।’
চালকরা জানান, গ্যাস না পাওয়ায় ঠিকমত গাড়ি চালানো যাচ্ছে না, দৈনন্দিন আয়ে বড় ভাটা পড়েছে। ভাড়া দেওয়ার ক্ষেত্রে সমস্যার কারণে মালিক ও চালকের মধ্যে মনমালিন্য সৃষ্টি হচ্ছে। এই সংকটের ফলে পরিবারগুলোতে চাহিদা অনুযায়ী ভরণপোষণ করতে হিমশিম খেতে হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, যদি দ্রুত এল.পি.জি সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে শত শত পরিবার কষ্টে নিমজ্জিত হবে এবং পারিবারিক কলহ ও সামাজিক সমস্যা বেড়ে যেতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘গ্যাস সংকট সারাদেশে দেখা দিচ্ছে। এর প্রভাব স্বাভাবিকভাবেই লোহাগড়ায় পড়বে।’
এমএইচএস

