Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় বিএনপির বিভেদ ভুলে নাসিরুলের পক্ষে ঝুনু গ্রুপের একাংশ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৪:২৩

আলফাডাঙ্গায় বিএনপির বিভেদ ভুলে নাসিরুলের পক্ষে ঝুনু গ্রুপের একাংশ

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল ও মান-অভিমান পেছনে ফেলে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন উপজেলা বিএনপির শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের একাংশের নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার ধলাইরচর চৌরাস্তা বাজারে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা এবং আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জব্বার মোল্যা প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা বিএনপির রাজনীতিতে নেতৃত্ব ও আদর্শিক বিষয়ে খন্দকার নাসিরুল ইসলাম গ্রুপ এবং শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ঝুনু গ্রুপের একাংশের জ্যেষ্ঠ ও তৃণমূল নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে যাওয়ার অঙ্গীকার করেছেন। তারা মনে করছেন, এ মুহূর্তে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের চেয়ে দলীয় বিজয় নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। 

ঝুনু গ্রুপের একাংশের নেতা কামরুল ইসলাম দাউদ বলেন, ‘দলীয় স্বার্থে আমরা অতীতের সব মান-অভিমান বিসর্জন দিয়েছি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা খন্দকার নাসিরুল ইসলামের হাতকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমরা আলাদা কোনো গ্রুপ নই, বরং ধানের শীষের কর্মী হিসেবে মাঠে থাকব।’

এ সমর্থনকে স্বাগত জানিয়ে শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আলফাডাঙ্গা বিএনপির এই ঐক্য আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, প্রকৃত জিয়ার সৈনিকরা কখনোই আদর্শ থেকে বিচ্যুত হন না। আমরা সবাই মিলে ফরিদপুর-১ আসনটি তারুণ্যের প্রতীক তারেক রহমানকে উপহার দিতে চাই।’

মিয়া রাকিবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর