Logo

সারাদেশ

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের মর্যাদা রক্ষায় বিএনপি আপসহীন

​আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে ধানের শীষের প্রার্থী

Icon

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২০:২২

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের মর্যাদা রক্ষায় বিএনপি আপসহীন

​আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা কোনো নির্দিষ্ট দলের নয়, তারা গোটা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান চিরপ্রেরণার উৎস। একটি শোষণমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনই হবে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের প্রকৃত সম্মান।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা পৌর এলাকার বাঁকাইল ঈদগাঁহ সংলগ্ন এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য ও মানবিক মর্যাদা। আমরা সেই চেতনাকে বুকে ধারণ করেই জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই করছি। ধানের শীষ জয়ী হলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এবং স্থানীয় উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

​সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন একটি অবাধ ও নিরপেক্ষ ব্যবস্থার জন্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

​অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। প্রার্থী ধৈর্য সহকারে তাদের কথা শোনেন এবং নির্বাচিত হলে সেসব বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

​এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব প্রমুখ।

সভায় আলফাডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বীর মুক্তিযোদ্ধা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর