Logo

সারাদেশ

টেকনাফ সীমান্তে ফের আরাকান আর্মির গুলি, আহত ২ কিশোর

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:১৭

টেকনাফ সীমান্তে ফের আরাকান আর্মির গুলি, আহত ২ কিশোর

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশি দুই কিশোর জেলে আহত হয়েছেন। আহতদের উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোহেল ও আব্দুল্লাহ নাফ নদীর সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে যান। এ সময় মিয়ানমারের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়। আহতদের মাথা, হাত ও পায়ে গুলির আঘাত লেগেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে স্থানীয় কিশোর সোহেল ও আব্দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি সীমান্তে মাছ ধরতে যায়। একপর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন। 

আহতরা মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, গুলির আঘাত কোনো ভারী অস্ত্রের নয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মিয়ানমার সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর