মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২, আহত ৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৩:১৯
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে এক মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত তিনজন। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি শিক্ষার্থী ও সিএনজিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কাজ করছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, ‘চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিই। দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে তিনজনকে নিয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।’
সাফায়েত মেহেদী/এআরএস

