বান্দরবানে সাচিংপ্রু জেরীর সমর্থনে বিএনপির পথসভা
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৪:৪৮
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবান ৩০০ নং আসনের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে পথসভার আয়োজন করেছে বান্দরবান জেলা বিএনপি। বুধবার (২৮ জানুয়ারি) বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছেন বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
জাবেদ রেজা বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বান্দরবানকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় পরিণত করা হবে।
পথসভা শেষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় সাচিংপ্রু জেরীর পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
পথসভা ও লিফলেট বিতরণকালে জাবেদ রেজার নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু লুসাই মং, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাবু রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, সরোয়ার জামান, শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা, সেলিম রেজা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট উম্যাসিং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এআরএস

