আলফাডাঙ্গায় নিহত শিক্ষার্থী শেখ সাহেদের স্মরণে ওয়াজ মাহফিল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৭
ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মম হত্যাকাণ্ডের শিকার দশম শ্রেণির শিক্ষার্থী শেখ সাহেদের রুহের মাগফিরাত কামনায় এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল এলাকায় এই মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ চন্দ্রদীঘলিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ ও ঢাকা কেরানীগঞ্জের জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী। এছাড়াও নড়াইল দায়ী ইলাল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ ও আলফাডাঙ্গা উপজেলা মডেল জামে মসজিদের খতিব মুফতি শামীম আনসারী গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
মাহফিলে বক্তারা ইসলামের আলোকে জীবন গড়ার পাশাপাশি নিহত সাহেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। নিহত সাহেদের পিতা শেখ সাদী মোল্লার আহ্বানে এই মাহফিলে স্থানীয় শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জানুয়ারি পারিবারিক বিরোধের জেরে উপজেলার রায়ের পানাইল এলাকার লোহাগড়া প্রবাসী শেখ সাদির ছেলে শেখ সাহেদকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত সাহেদ তখন দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। প্রতি বছরের মতো এবারও তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
রাকিবুল/এসএসকে/

