Logo

সারাদেশ

পটিয়ায় সরে দাঁড়ালো এলডিপি, ১১ দলের একক প্রার্থী জামাতের ফরিদুল

Icon

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪১

পটিয়ায় সরে দাঁড়ালো এলডিপি, ১১ দলের একক প্রার্থী জামাতের ফরিদুল

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের নির্বাচনী মাঠে শেষ মুহূর্তে বড় ধরনের মোড় নিয়েছে ১১ দলীয় জোটের রাজনীতি। দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মনোনীত প্রার্থী এম. ইয়াকুব আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে তিনি সরাসরি সমর্থন জানিয়েছেন জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলমকে। ফলে পটিয়া আসনে ১১ দলীয় জোটের একমাত্র প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নির্বাচনী লড়াইয়ে নামছেন ডা. ফরিদুল আলম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এম. ইয়াকুব আলী এই সিদ্ধান্তের কথা জানান।

সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘মনোনয়ন ও প্রতীক বরাদ্দ ঘিরে দীর্ঘ আইনি জটিলতায় পড়ে নির্ধারিত সময়ে প্রচারণা শুরু করা সম্ভব হয়নি। এতে করে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে এবং স্বল্প সময়ে পূর্ণাঙ্গ নির্বাচনী কার্যক্রম চালানো বাস্তবসম্মত নয়।’ 

পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক বাস্তবতাও তার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এম. ইয়াকুব আলী জোর দিয়ে বলেন, ১১ দলীয় জোটের বৃহত্তর স্বার্থে এবং ভোটের ঐক্য নিশ্চিত করতে তিনি জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলমের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তিনি এলডিপির সর্বস্তরের নেতাকর্মীকে বিভেদ ভুলে জোটের প্রার্থীর পক্ষে মাঠে নামার আহ্বান জানান।

এর আগে পটিয়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এম. ইয়াকুব আলীর নাম ঘোষণা করা হলেও, নির্বাচনী প্রচারের শুরু থেকেই ভেতরে ভেতরে সমঝোতার আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনের ঘোষণার মাধ্যমে সেই আলোচনার আনুষ্ঠানিক রূপ মিলল।

তাৎক্ষণিকভাবে জামায়াত প্রার্থী ডা. ফরিদুল আলমের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত পটিয়ার নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং জোট রাজনীতিতে নতুন হিসাব-নিকাশের সূচনা করবে।

ইমরান হোসেন মুন্না/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর