Logo

সারাদেশ

মেয়াদোত্তীর্ণ বোরহানি, বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫

মেয়াদোত্তীর্ণ বোরহানি, বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

চাঁদপুর শহরের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ বোরহানি ও বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ‘শহরের তালতলা এলাকায় অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ বোরহানি ফ্রিজে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং ফ্রিজে কাঁচা মাংসের সাথে বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার অপরাধে কালাম বিরিয়ানি হাউজ এর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ বোরহানি ধ্বংস করা হয়।  

অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আলআমিন ভূঁইয়া/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর