Logo

সারাদেশ

শেরপুরে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:২৬

শেরপুরে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

শেরপুর জেলা শহরের একটি ভাড়াবাড়ি থেকে পুলিশ সদস্য শাহিনুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে পৌর এলাকার গৃর্দা নারায়ণপুরের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিনুল ইসলামের সার্ভিস নম্বর (বিপি) ৮৫০৫১০৪০০৪। তিনি জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের পুত্র। শেরপুর সদর থানায় তিনি সহকারী সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শাহিনুল ইসলাম গত প্রায় পাঁচ মাস ধরে এই থানায় কর্মরত ছিলেন। বুধবার সকালে দায়িত্ব শেষ করে তিনি সকাল সাড়ে আটটার দিকে বাসায় ফিরেছিলেন। বেলা এগারোটার দিকে তার স্ত্রী মাকসুদা পারভীন সন্তানসহ জামালপুরের নান্দিনা এলাকায় পৈতৃক বাড়িতে যান।

দুপুর দুইটার দিকে স্ত্রী শাহিনুল ইসলামের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে রাতে স্ত্রী ও তার ভাই জামালপুর থেকে শেরপুরের ভাড়া বাসায় ফিরে আসেন। রাত এগারোটার দিকে বাসায় পৌঁছে তারা দেখেন প্রধান দরজা ভেতর থেকে বন্ধ। পেছনের জানালা দিয়ে উঁকি দিতেই জানালার গ্রিলে ওড়না পেঁচানো অবস্থায় শাহিনুল ইসলামকে ঝুলতে দেখা যায়। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি সোহেল রানা আরও জানান, বিয়ের পর থেকেই শাহিনুল কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

শাহরিয়ার শাকির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত মরদেহ উদ্ধার আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর