হালুয়াঘাটে বিএনপির নির্বাচনী সমাবেশ, শ্রমিকদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩৩
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি শ্রমিকবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতায় এলে কর্মসংস্থান বৃদ্ধি, বন্দরভিত্তিক উন্নয়ন ও শ্রমিক কল্যাণ তহবিল জোরদার করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া স্থলবন্দরে আয়োজিত নির্বাচনী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি হালুয়াঘাটের দুটি স্থলবন্দরে সারা বছর আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখবেন, শ্রমিকদের লোডিং-আনলোডিং মজুরি বাড়াবেন, ঝুঁকি তহবিল ও উৎসব ভাতার ব্যবস্থা করবেন এবং শ্রমিক কল্যাণ ভবন প্রতিষ্ঠা করবেন।
তিনি সমাবেশে আরও বলেন, কিছু নবীন রাজনীতিবিদ শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন। যারা তারেক রহমানকে বাংলাদেশের অলিগলি চেনার কথা বলছেন, তারা নিজেরাই হয়তো অলিগলি চেনেন না। তারেক রহমান নির্বাসনে থেকেও জনগণের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
শ্রমিক কল্যাণ সমিতির সহসভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, চেয়ারম্যান শফিকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুল আলম সামস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম এবং সমিতির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান বক্তব্য রাখেন।
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, স্থলবন্দরের শ্রমিক নেতা এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
এআরএস

