নাটোরের লালপুরে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
নিহতরা হলেন- উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা হিন্দুপাড়ার শিবেন মজুমদার ছেলে শ্রাবণ মজুমদার (১৬), রতন মজুমদার ছেলে স্বপ্ন মজুমদার (১৬) ও সিংড়া এলাকার বিষ্ণ সরকারের ছেলে বিধান সরকার (১৬)। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী।
তিনি বলেন, ‘সেকচিলানে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। গুরুতর আহত অপর আরোহীকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।’
বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মেহেদী হাসান তানিম/এমআই/এটিআর