Logo

অর্থনীতি

শেয়ারবাজার : কাফনের কাপড় পরে বিনিয়োগকারীদের বিক্ষোভ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:১৭

শেয়ারবাজার : কাফনের কাপড় পরে বিনিয়োগকারীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

শেয়ারবাজারে চলমান অনিয়ম ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন একদল সাধারণ বিনিয়োগকারী। 

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর মতিঝিল এলাকায় বাংলাদেশ ক্যাসেল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)-এর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা বিএসইসি’র বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি জানান। 

তারা অভিযোগ করেন, রাশেদ মাকসুদের নেতৃত্বে একাধিক ধসে পড়া কোম্পানিকে প্রাধান্য দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়েছে।

এ সময় বিনিয়োগকারীরা শরীরে সাদা কাপড় মুড়িয়ে রাস্তায় শুয়ে পড়েন, যা প্রতীকী ‘মৃত্যু’ হিসেবে উপস্থাপন করা হয়। তাদের হাতে ছিল নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার, যেখানে রাশেদ মাকসুদের ছবি লাল কালি দিয়ে কেটে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা বলেন, জীবনের সঞ্চয় শেয়ারবাজারে বিনিয়োগ করে তারা নিঃস্ব। শেয়ারবাজার রক্ষা না করলে কফিনই তাদের একমাত্র শেষ ঠিকানা।

তারা সরকার ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

এএইচএস/এমআই/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর