
ছবি : সংগৃহীত
২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে বাংলাদেশ ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করেছে, যা গত অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৮৪ শতাংশ বেশি। তবে, নির্ধারিত ৪০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা থেকে এটি ১ দশমিক ১৪ বিলিয়ন ডলার বা প্রায় ২ দশমিক ৮১ শতাংশ কম।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সাবেক পরিচালক ও ব্র্যান্ড বিডিজিএমইএর ব্যবস্থাপনা পরিচালক মোহিউদ্দিন রুবেল।
পোশাক রপ্তানির দুটি খাত নিট পোশাক ও ওভেন’র রপ্তানি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, নিট পোশাক খাত (Knitwear) থেকে আয় হয়েছে ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।
আর ওভেন পোশাক খাত (Woven garments) থেকে আয় এসেছে ১৮ দশমিক ৯ বিলিয়ন ডলার, যার প্রবৃদ্ধি ৭ দশমিক ৮২ শতাংশ।
তবে, চলতি বছরের জুন মাসে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। মাসটিতে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৩১ শতাংশ। মাসটিতে নিট পোশাক খাত থেকে আয় হয়েছে ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার (-৪.০৪%) এবং ওভেন পোশাক খাত থেকে এসেছে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার (-৮.৯৬%)।
মোহিউদ্দিন রুবেল জানান, বছরজুড়ে রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি দেখা গেলেও বছরের শেষ মাসে নেতিবাচক প্রবণতা কিছুটা উদ্বেগের। তবে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আগামী অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব।
- এএইচএস/এটিআর