Logo

অর্থনীতি

সীমিত মানিচেঞ্জার সনদ ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১০:০০

সীমিত মানিচেঞ্জার সনদ ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

সীমিত মানিচেঞ্জারদের জন্য সনদ ইস্যু, হালনাগাদ ও পরিচালনা সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকের শাখা, বুথ, হোটেল, গিফটশপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে সীমিত মানিচেঞ্জার সনদ ইস্যুর প্রক্রিয়া ও শর্তাবলি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তফসিলি ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সীমিত মানিচেঞ্জার সনদের জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যেমন ট্রেড লাইসেন্স, টিআইএন, বিআইএন সনদ ও নিবন্ধন কাগজাদি জমা দিতে হবে। ব্যাংকের বুথ বা শাখার জন্য আবেদন হলে বৈদেশিক লেনদেন পরিচালনায় অভিজ্ঞ জনবল, অবকাঠামো, নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার বিবরণ দিতে হবে।

নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে আবেদন করার সময় নিবন্ধন সনদ, মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন, সর্বশেষ বছরের আর্থিক বিবরণী এবং ভাড়া/মালিকানার দলিল জমা দেওয়া বাধ্যতামূলক। প্রাথমিক অনাপত্তি পাওয়ার পর ৫০ হাজার টাকা সনদ ফি (অফেরতযোগ্য) বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট বিভাগে জমা দিতে হবে।

লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকের শাখা বা বুথ বিদেশগামীদের ডলার এন্ডোর্সমেন্ট, এনক্যাশমেন্টসহ বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবে। এসব সনদ হস্তান্তরযোগ্য নয় এবং পূর্বানুমোদন ছাড়া ব্যবসায়িক স্থান পরিবর্তন করা যাবে না। গৃহীত বৈদেশিক মুদ্রা পরবর্তী কর্মদিবসে স্থানীয় মুদ্রায় রূপান্তর করতে হবে। তবে সর্বোচ্চ ১ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অনুমোদিত মুদ্রা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

  • এএইচএস/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর