প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বিজিএমইএ’র বৈঠক

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১২:৪৫

পোশাক শিল্পে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
মঙ্গলবার (১ জুন) রাতে আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় বিজিএমইএ প্রতিনিধি দলে ছিলেন সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সদস্য মো. কামাল উদ্দিন।
বৈঠকে বিজিএমইএ নেতারা ব্যাংক ঋণ শ্রেণিকরণ নীতিমালা, নগদ সহায়তা হ্রাস, কাস্টমস জটিলতা, গ্যাস সংকট, নবায়নযোগ্য জ্বালানি, চট্টগ্রাম বন্দরের অদক্ষতা, প্রি-শিপমেন্ট ক্রেডিট স্কিম, উৎসে কর এবং শিল্প এলাকার জন্য জমি বরাদ্দসহ একাধিক বিষয় তুলে ধরেন।
সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বর্তমানে ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ৩ মাস করা হয়েছে, যা অনেক উদ্যোক্তার পক্ষে বাস্তবায়নযোগ্য নয়। সময়সীমা ৬ মাসে উন্নীত করা হলে প্রায় ৫০০-৬০০ কারখানা ক্লাসিফায়েড ঋণের ঝুঁকি থেকে রক্ষা পাবে।
তিনি বলেন, রপ্তানি প্রণোদনার আওতায় ১ শতাংশ বিশেষ নগদ সহায়তা কমিয়ে ০.৩০ শতাংশ এবং ৪ শতাংশ বিকল্প সহায়তা কমিয়ে ১.৫ শতাংশ করা হয়েছে, যা শিল্পের জন্য অনুকূল নয়।
এদিকে, রপ্তানি আয়ের ওপর ১ শতাংশ হারে কর্তনকৃত উৎসে করকে চূড়ান্ত করদায় হিসেবে নির্ধারণের প্রস্তাব দেন বিজিএমইএ নেতারা। প্রি-শিপমেন্ট রিফাইন্যান্স স্কিম আবার চালুর দাবি জানিয়ে তা ২০৩০ সাল পর্যন্ত বহাল রাখার অনুরোধ জানান তারা। পাশাপাশি সংকটকালে শ্রমিকদের বেতন ও উৎপাদন খরচ নির্বাহে রপ্তানির বিপরীতে একটি ‘ফোর্সড ফান্ড’ গঠনের প্রস্তাবও দেন।
কাস্টমস প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করার দাবি জানিয়ে বিজিএমই নেতাকর্মীরা বলেন, অপ্রয়োজনীয় জটিলতায় উৎপাদন খরচ বাড়ছে এবং রপ্তানি কার্যক্রমে বিলম্ব হচ্ছে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বিজিএমইএ প্রতিনিধিদল জানায়, তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। ভোলার গ্যাস কূপ থেকে উত্তোলন এবং এলএনজি আমদানি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সরকারি খাস জমিতে পিপিপি ভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবও বৈঠকে উঠে আসে।
অন্যদিকে, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিকদের জন্য হাসপাতাল, আবাসন ও স্কুল গড়ে তুলতে জমি বরাদ্দ চাওয়া হয়। এ ছাড়া মুন্সিগঞ্জে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস পল্লী প্রকল্প পুনরায় চালু এবং চট্টগ্রামে এসএমই শিল্পাঞ্চল গঠনের দাবিও জানানো হয়।
- এএইচএস/এটিআর