Logo

অর্থনীতি

ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন গ্রহণের সময়সীমা বাড়ল

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন গ্রহণের সময়সীমা বাড়ল

ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন গ্রহণের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগে গত ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন আহ্বান করা হয়। তখন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর। তবে আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা প্রস্তুত করতে এবং প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ নভেম্বর (রোববার) বিকেল ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর