Logo

অর্থনীতি

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার ২ লকার জব্দ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার ২ লকার জব্দ

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও ২টি লকারের সন্ধান পাওয়া গেছে অগ্রণী ব্যাংকে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান শাখা থেকে লকার ২টির দখল নেয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লকার নম্বর ৭৫১ ও ৭৫৩ শেখ হাসিনার নামে খোলা রয়েছে। কর সংক্রান্ত অনিয়ম বা ফাঁকি আছে কি না, তা খতিয়ে দেখতেই লকার দুটি জব্দ করা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের করপোরেট শাখায় শেখ হাসিনার নামে একটি লকার জব্দ করা হয়। সেই সঙ্গে ওই শাখায় তার নামে দুটি ব্যাংক হিসাবও শনাক্ত হয়। এর মধ্যে একটিতে প্রায় ১২ লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা ছিল। সংশ্লিষ্ট হিসাবগুলোও বর্তমানে জব্দ রয়েছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত অগ্রণী ও পূবালী ব্যাংকে শেখ হাসিনার ৩টি লকার এবং ২টি ব্যাংক হিসাবের বিষয়ে ব্যবস্থা নিয়েছে এনবিআর।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর