মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের মাধ্যমে পুঁজিবাজার সংস্কার শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৩:০৯

ছবি : সংগৃহীত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজার সংস্কারের অংশ হিসেবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। খসড়া বিধিমালার বিষয়ে জনমত যাচাইয়ের শেষ দিন বৃহস্পতিবার। এর আগে বিএসইসির ওয়েবসাইটে খসড়া বিধিমালাটি উন্মুক্ত করা হয়, যাতে সংশ্লিষ্ট অংশীজনরা মতামত, আপত্তি কিংবা পরামর্শ দিতে পারেন।
বিএসইসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত মতামতের ভিত্তিতে খসড়া বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন এনে তা কমিশন সভায় উপস্থাপন করা হবে। কমিশন সভায় অনুমোদন পেলে গেজেট আকারে প্রকাশের মাধ্যমে নতুন বিধিমালা কার্যকর হবে।
বর্তমানে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ বিদ্যমান রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুনর্গঠিত বিএসইসি পুঁজিবাজার সংস্কারে একটি টাস্কফোর্স গঠন করে এবং বাজার উন্নয়নে ১৭টি কার্যবিধি নির্ধারণ করে দেয়। সেই কার্যবিধির আলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে অন্যতম মিউচুয়াল ফান্ড বিধিমালা।
সংস্কার কমিটি গত ফেব্রুয়ারিতে নতুন খসড়া বিধিমালা বিএসইসিতে জমা দেয়। পরে বিভিন্ন স্টেকহোল্ডারের মতামত নিয়ে তা সংশোধন করে কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়।
নতুন বিধিমালায় ক্লোজ এন্ড (মেয়াদি) মিউচুয়াল ফান্ডের অনুমোদনের সুযোগ রাখা হচ্ছে না। ভবিষ্যতে কেবল এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও ওপেন এন্ড (বে-মেয়াদি) মিউচুয়াল ফান্ড অনুমোদনের বিধান রাখা হয়েছে। তবে বর্তমানে যেসব ক্লোজ এন্ড ফান্ড কার্যক্রমে আছে, তারা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত থাকবে।
বিধিমালার খসড়া অনুযায়ী, বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের প্রাথমিক সংগৃহীত অর্থের অন্তত ১০ শতাংশ উদ্যোক্তা প্রতিষ্ঠানকে দিতে হবে। উদ্যোক্তাকে তার ধারণ করা ইউনিট এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে এবং সব সময় কমপক্ষে ১০ শতাংশ ইউনিট ধরে রাখতে হবে।
নতুন বিধিমালায় ট্রাস্টি ও সম্পদ ব্যবস্থাপকের ন্যূনতম পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানের মূলধন এর চেয়ে কম থাকে, তবে গেজেট প্রকাশের এক বছরের মধ্যে তা বাড়াতে হবে। অন্যথায় তাদের অনুমোদন বাতিল করার ক্ষমতা থাকবে কমিশনের।
অন্যদিকে, কাস্টডিয়ানের পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
বিএসইসি কর্মকর্তারা বলছেন, এই বিধিমালা কার্যকর হলে মিউচুয়াল ফান্ড খাতে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, যা পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি সংস্কারে বড় ভূমিকা রাখবে।
এএইচএস/এমএইচএস