Logo

অর্থনীতি

২১ দিনে রেমিট্যান্স এল ১ হাজার ৮৫৩ মিলিয়ন ডলার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২০:৪১

২১ দিনে রেমিট্যান্স এল ১ হাজার ৮৫৩ মিলিয়ন ডলার

ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স

চলতি মাসের অক্টোবরের ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২ হাজার ২৬০ কোটি টাকার বেশি। প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব ধরে এ তথ্য পাওয়া যায়। বুধবার (২২ অক্টোবর)  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২১ অক্টোবর (মঙ্গলবার) একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৭৪ মিলিয়ন মার্কিন ডলার। এ নিয়ে ১ থেকে ২১ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৫৩ মিলিয়ন (১৮৫.৩ কোটি) মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৭১৪ মিলিয়ন ডলার। অর্থাৎ, ৮.১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মাসের প্রথম ২১ দিনে।

চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরু থেকে এখন পর্যন্ত (জুলাই থেকে ২১ অক্টোবর) মোট রেমিট্যান্স এসেছে ৯ হাজার ৪৩৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ৮ হাজার ২৫৭ মিলিয়ন ডলারের তুলনায় ১৪.৩ শতাংশ বেশি।

প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে, চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার কোটি টাকার বেশি।

বিশ্লেষকেরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসগুলোর উৎসাহব্যঞ্জক হারে প্রণোদনা এবং হুন্ডি দমনে কঠোর নজরদারি এই প্রবৃদ্ধির অন্যতম কারণ।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর