Logo

অর্থনীতি

শিল্পখাতে ডিজিটাল রূপান্তরে ক্লাউড কম্পিউটিং গুরুত্বপূর্ণ : আইসিটি সচিব

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ২১:৩২

শিল্পখাতে ডিজিটাল রূপান্তরে ক্লাউড কম্পিউটিং গুরুত্বপূর্ণ : আইসিটি সচিব

ছবি : বাংলাদেশের খবর

শিল্প ও ব্যবসায় খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। 

শনিবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস : ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী (এনডিসি)।

তিনি বলেন, “দেশের সাইবার নিরাপত্তা ও ডেটা সুরক্ষায় আইসিটি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি, বেসরকারি ও একাডেমিক তিন পক্ষের সমন্বয়ে একটি নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা এখন সময়ের দাবি।”

কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- তিরজোক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাত রহমান এবং অনলাইনে যুক্ত হন জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থার প্রাক্তন মহাপরিচালক মো. খায়রুল আমিন।

উদ্বোধনী বক্তব্যে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে প্রযুক্তির পরিবর্তন দ্রুত ঘটছে। শিল্প ও ব্যবসায়িক খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয়তা, ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ক্লাউড-নির্ভর সমাধান এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি সাইবার ঝুঁকিও বাড়ছে—তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব বলেন, “দেশের মানুষের ডেটা সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সরকারি কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তন করে জনগণের প্রতি দায়বদ্ধতা তৈরি করতে হবে।”

কর্মশালার দ্বিতীয় পর্বে রিফাত রহমান “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসন : ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন” বিষয়ে আলোচনা করেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে মো. খায়রুল আমিন “সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” শীর্ষক সেশনে বক্তব্য দেন এবং অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন।

কর্মশালায় বিসিআই–এর সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন প্রতিনিধি অংশ নেন। সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় এবং বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বিসিআই সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি। সমাপনী বক্তব্যে তিনি প্রধান অতিথি, আলোচক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও বিসিআই–এর বিভিন্ন কর্মসূচিতে যুক্ত থাকার আহ্বান জানান।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর