Logo

অর্থনীতি

রেমিট্যান্সে নতুন রেকর্ড, নভেম্বরে এল ২৮৮ কোটি ডলার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:২১

রেমিট্যান্সে নতুন রেকর্ড, নভেম্বরে এল ২৮৮ কোটি ডলার

প্রতীকী ছবি। গ্রাফিক্স : বাংলাদেশের খবর

চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে নভেম্বরে রেমিট্যান্সের নতুন রেকর্ড হয়েছে। সদ্যবিদায়ী নভেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকার সমপরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে দেশে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।

প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার। নভেম্বর মাসে রেমিট্যান্সের ধারাবাহিকতা তুলে ধরে বাংলাদেশ ব্যাংক জানায়, ২৩ থেকে ৩০ নভেম্বর প্রবাসীরা পাঠিয়েছেন ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার, ১৬ থেকে ২২ নভেম্বর এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯ থেকে ১৫ নভেম্বর ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২ থেকে ৮ নভেম্বর ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। নভেম্বরের প্রথম দিন দেশে পাঠানো হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। জুলাই ও আগস্টে যথাক্রমে দেশে পাঠানো হয়েছে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।

গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছিলেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর