Logo

অর্থনীতি

ভালো নির্মাণসামগ্রী চেনার কৌশল

Icon

নির্মাণ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮

ভালো নির্মাণসামগ্রী চেনার কৌশল

মজবুত ও টেকসই বাড়ি নির্মাণের মূল ভিত্তি হলো মানসম্মত নির্মাণসামগ্রী। ঠিকভাবে নির্মাণসামগ্রী চিনতে না পারলে বাড়ি নির্মাণের পুরো খরচই নষ্ট হয়ে যেতে পারে। ইট, বালু, সিমেন্ট থেকে শুরু করে রড-প্রতিটি উপকরণের গুণগত মান বুঝে নেওয়া জরুরি। 

এ জন্য প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নেওয়া যেতে পারে। সিমেন্ট উৎপাদনে বাংলাদেশ এখন কার্যত স্বনির্ভর। একইভাবে রড উৎপাদনেও দেশজ প্রতিষ্ঠানের সাফল্য ঈর্ষণীয়। শীর্ষস্থানীয় একাধিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যারা লোহা ও ইস্পাত থেকে বিভিন্ন ধরনের রড উৎপাদন করে থাকে। তার পরও ভালো নির্মাণসামগ্রী চিনে নেওয়াটা জরুরি।

সিমেন্ট

ভালো সিমেন্ট হাতে নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে ঘষলে সেটিকে ময়দার মতো মসৃণ মনে হবে। তবে সিমেন্ট লম্বা সময়ের জন্য সংরক্ষণ করা উচিত নয়। সংরক্ষণের সময় তিন মাস পার হলে সিমেন্টের কার্যক্ষমতা শতকরা ২০ ভাগ কমে যায়

রড

ভালো রডে ইল্ড স্ট্রেংথ নামে একটা বৈশিষ্ট্য থাকে, যা দিয়ে রডের চাপ সহ্য করার ক্ষমতা বোঝা যায়। যে রডে ইল্ড স্ট্রেংথ যত বেশি, সে রড তত ভালো। ঝালাইয়ের সময় যাতে সমস্যা তৈরি না হয়, সে জন্য এমন রড বেছে নিতে হবে, যেখানে কার্বন কনটেন্ট কম থাকে। কংক্রিট দীর্ঘদিন মজবুত রাখতে ডাক্টাইল রড ব্যবহার করা উচিত। যতটা সোজা রড কেনা যায়, নির্মাণকাজের জন্য ততটাই উপকারী

সুরকি

সুরকি শক্ত, দৃঢ় ও টেকসই হতে হবে। সে জন্য কাদা, মাটি, লতাপাতা, শ্যাওলা ও বাইরের উপাদানমুক্ত হওয়াও জরুরি।

বালু

বালুকণার আকার পাঁচ মিলিমিটারের কম আছে কি না, তা দেখে নিন। বালুর ভালো মান যাচাইয়ে হাতের মুঠিতে সামান্য বালু নিয়ে কিছুক্ষণ ঘষে ফেলে দিন। এরপর মুঠি খুলে দেখুন হাতের তালুতে কোনো বালু আটকে আছে কি না। মনে রাখবেন, ভালো মানের বালু হাতের তালুতে আটকে থাকে না

ইট

ভালো ইট সাধারণত একই আকার, আকৃতি ও রঙের হয়। ভালো ইট এক মিটার উচ্চতা থেকে ফেলা হলেও ভাঙবে না। উপরিতল পুরোপুরি সমতল ও ফাটলমুক্ত ইট কমপক্ষে ১২ ঘণ্টা চৌবাচ্চায় পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে ব্যবহার করা ভালো। 

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্মাণ কথা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর