Logo

অর্থনীতি

যুক্তরাজ্যে যাত্রা শুরু করল দেশি পণ্য ‘কারকুমা’

অর্গানিক নিউট্রিশন লিমিটেড ও দেশি ডিলাইটস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১

যুক্তরাজ্যে যাত্রা শুরু করল দেশি পণ্য ‘কারকুমা’

দেশের প্রথম ফাংশনাল ফুড প্রস্তুতকারক প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর জনপ্রিয় ব্র্যান্ড ‘কারকুমা’র পণ্য যুক্তরাজ্যের বাজারে পৌঁছে দিতে ইউকে-ভিত্তিক ডিজিটাল মার্কেটপ্লেস ‘দেশি ডিলাইটস’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দেশের প্রথম ফাংশনাল ফুড প্রস্তুতকারক প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর জনপ্রিয় ব্র্যান্ড ‘কারকুমা’র পণ্য যুক্তরাজ্যের বাজারে পৌঁছে দিতে ইউকে-ভিত্তিক ডিজিটাল মার্কেটপ্লেস ‘দেশি ডিলাইটস’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির ফলে এখন থেকে দেশি ডিলাইটস-এর মাধ্যমে যুক্তরাজ্যের ভোক্তারা সহজেই কারকুমা ব্র্যান্ডের পণ্য সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার পথে আরেকটি বড় পদক্ষেপ নিল কারকুমা।

গত ১৪ ডিসেম্বর ঢাকার বনানীতে অবস্থিত হোটেল সারিনায় আড়ম্বরপূর্ণ আয়োজনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মো. মাহবুবুর রহমান এবং দেশি ডিলাইটস-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক সরফরাজ এন আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্র, কনভেয়ার গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) আহমেদ জাকি এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্গানিক নিউট্রিশন লিমিটেড বর্তমানে দেশে ‘কারকুমা’ ব্র্যান্ডের পণ্য বাজারজাত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি কার্যক্রম জোরদার করছে। এরই ধারাবাহিকতায় গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু হয়। বর্তমানে কারকুমা পণ্য অ্যামাজন ইউএসএ-তেও পাওয়া যাচ্ছে।

যুক্তরাজ্যের বাজারে প্রবেশের মাধ্যমে কারকুমা তাদের বৈশ্বিক বাজার সম্প্রসারণের ধারাকে আরও এগিয়ে নিল। এছাড়া দেশি ডিলাইটস-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও কারকুমা পণ্যের সরবরাহ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

কেএইচ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর