Logo

অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ব্যবসায়ী ও সাধারণ করদাতাদের জন্য ২০২৫-২৬ কর বর্ষের রিটার্ন জমার নতুন শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ জানুয়ারি।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এর প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে, সরকারের পূর্বানুক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের ২০২৫-২৬ কর বর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩০ নভেম্বর ২০২৫-এর পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করেছে।

এনবিআর সূত্র অনুযায়ী, চলতি কর বছরে ইতিমধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। গত ৪ আগস্ট ২০২৫ সালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর