মুস্তাফিজের ঘটনা বাংলাদেশ-ভারত কারো জন্যই ভালো হয়নি : অর্থ উপদেষ্টা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:২২
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার শুরু বাংলাদেশ থেকে হয়নি। এ ঘটনা দুঃখজনক এবং এটি বাংলাদেশ ও ভারতের কোনো দেশের জন্যই ভালো হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকার যখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, তখন মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ার বিষয়টি ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে কি না? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এ ঘটনায় অর্থনৈতিক বা সরকারি ক্রয় কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন, আজকের ক্রয় কমিটির বৈঠকে খেলাধুলা নিয়ে একবারও আলোচনা হয়নি।
পাল্টা প্রশ্নে তিনি আরও বলেন, অর্থনৈতিক সিদ্ধান্তগুলো যুক্তি ও বাস্তবতার ভিত্তিতেই নেওয়া হচ্ছে। এ ঘটনার কারণে সরকারের অর্থনৈতিক কার্যক্রম বা ক্রয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
এটি শুধু অর্থ-বাণিজ্যের বিষয় নয়, বরং পারস্পরিক সম্পর্কের বিষয়— সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
নির্বাচনের দুই মাস আগে এমন ঘটনা রাজনৈতিক কি না? এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ঘটনার প্রেক্ষাপট দেখতে হবে। শুরুটা বাংলাদেশ করেনি— এটা সবাইকে স্বীকার করতে হবে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা অনেক সময় দেশের জন্য এক ধরনের কূটনৈতিক দূত বা ‘এম্বাসেডর’ হিসেবে কাজ করে। মুস্তাফিজুর রহমান একজন পরিচিত ও ভালো খেলোয়াড়। তাকে কোনো দয়া করে দলে নেওয়া হয়নি, যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হয়েছিল। এরপর হঠাৎ করে তাকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক। পরবর্তী ঘটনাগুলোও অনাকাঙ্ক্ষিত। সব মিলিয়ে এটি দুই দেশের জন্যই ক্ষতিকর হয়েছে।
এমবি

