Logo

অর্থনীতি

ছয় মাসে রাজস্ব আদায়ে ১৪% প্রবৃদ্ধি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০০:১৫

ছয় মাসে রাজস্ব আদায়ে ১৪% প্রবৃদ্ধি

ছবি: সংগৃহীত

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত সাময়িক পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর সময়ে মোট ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

এর আগের অর্থবছরের প্রথম দিকে জুলাই গণঅভ্যুত্থান আর ক্ষমতার পালাবদলের মধ্যে সহিংসতা আর অনিশ্চয়তায় দেশের অর্থনীতি একপ্রকার স্থবির হয়ে পড়েছিল। ওই পরিস্থিতির মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে ১ লাখ ৬২ হাজার ২০৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়।

চলতি অর্থ বছরের প্রথম দুই প্রান্তিক শেষে বড় প্রবৃদ্ধি দেখলেও লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি বাড়ছে এনবিআরের। প্রথম ছয় মাসে এনবিআর লক্ষ্যমাত্রা থেকে ৪৫ হাজার ৯৭৬ কোটি টাকা পিছিয়ে রয়েছে। এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি ৩৭ লাখ টাকা।

চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

অর্থবছরের মাঝামাঝিতে এসে সংশোধিত বাজেটে এসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। এসময় এনবিআরের মাধ্যমে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর