ফাইল ছবি
দেশের বাজারে টানা ছয় দফা বাড়ার পর অবশেষে কমানো হয়েছে সোনার দাম। একদিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের সোনার দাম হয়েছিল ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ মূল্য।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেট ছাড়াও অন্যান্য মানের সোনার দামও কমেছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকায়।
সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা সমন্বয় করা হয়েছে; ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি ২০২৬ সালের প্রথম ২৩ দিনেই দেশের বাজারে মোট ১১ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৮ বার দাম বেড়েছে এবং ৩ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বারই দাম বাড়ানোর রেকর্ড গড়েছিল মূল্যবান এই ধাতুটি।
এমএইচএস

