আবার বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৭০ হাজার ছুঁইছুঁই
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩২
ফাইল ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম ঘোষণা করে, যা আজ থেকেই কার্যকর হয়েছে।
বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও অনেকটা বেড়েছে। এখন থেকে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা কিনতে ক্রেতাদের গুণতে হবে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা। সোনার সাথে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও; বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৭ হাজার ৭৫৬ টাকা, ২১ ক্যারেট ৭ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট ৬ হাজার ৩৫৬ টাকায় ঠেকেছে। আর সনাতন পদ্ধতির রুপার দাম বাড়িয়ে ৫ হাজার ১৪৩ টাকা করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসেই এ পর্যন্ত মোট ১৫ বার সোনার দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে ১২ বারই দাম বাড়ানো হয়েছে। মূলত বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ২৫৪ ডলারে উঠে যাওয়ায় স্থানীয় বাজারেও এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
বাজুস জানিয়েছে, ক্রেতাদের এই নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এমএইচএস

