ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক আজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩
রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই লক্ষ্য নিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ, প্রশাসনিক কাঠামো এবং একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া অধ্যাদেশ প্রণয়ন কমিটির এক কর্মকর্তা জানান, নতুন বিশ্ববিদ্যালয়টির কাঠামো তৈরির কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তাড়াহুড়া না করে অংশীজনদের সব যৌক্তিক মতামত যাচাই-বাছাই করেই চূড়ান্ত রূপরেখা তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে একীভূত করে এই নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দীর্ঘদিন এই সাত কলেজের কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হলেও পরবর্তীতে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও স্বতন্ত্র পরিচয়ের দাবির মুখে গত ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়। এর মাধ্যমেই এই সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের পথ প্রশস্ত হয়েছে।

