Logo

শিক্ষা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের মূল এনআইডি আনা বাধ্যতামূলক

Icon

প্রাথমিক শিক্ষা ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৬

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের মূল এনআইডি আনা বাধ্যতামূলক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ পরীক্ষা নিয়ে  বিশেষ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয় হয়।  

এতে বলা হয়, আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যনমশ এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ২টা ৩০ মিনিটে কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। 

এবারের পরীক্ষায় অদৃশ্য ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কানের ভেতর ডিভাইস আছে কি না, তা যাচাই করতে পরিদর্শকেরা প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করবেন। এ ছাড়া কেন্দ্রে মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা যেকোনো ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রার্থীর কাছে এসব সামগ্রী পাওয়া গেলে তাঁকে তাৎক্ষণিক বহিষ্কারসহ ফৌজদারি আইনে মামলা করা হবে। 

মূল জাতীয় পরিচয়পত্র আনা বাধ্যতামূলক। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনা বাধ্যতামূলক। উত্তরপত্র (ওএমআর) পূরণে অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে। মেধার ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে বলে অধিদপ্তর আবার আশ্বস্ত করেছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে। কোনো অসাধু চক্র যাতে প্রলোভন দেখিয়ে প্রার্থীদের সঙ্গে জালিয়াতি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর