একুশে বইমেলায় লিটলম্যাগ স্টল বরাদ্দের আবেদন শুরু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৪২
ফাইল ছবি
অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে লিটলম্যাগ চত্বরে স্টল বরাদ্দের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার বাংলা একাডেমির লিটলম্যাগ স্টল বরাদ্দ ও ব্যবস্থাপনা উপকমিটি-২০২৬ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী লিটল ম্যাগাজিন সংশ্লিষ্টরা বাংলা একাডেমির কবি জসীমউদ্দীন ভবনের দ্বিতীয় তলায় ২০৬ নম্বর কক্ষ থেকে অফিস চলাকালীন আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত তারিখ অর্থাৎ ২৯ জানুয়ারির পর আর কোনো আবেদনপত্র গ্রহণ বা জমা নেওয়া হবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস ও জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএইচএস

