Logo

বিনোদন

একক কনসার্টে আজ মঞ্চে উঠছেন গিটারিস্ট অনি হাসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১১:০৬

একক কনসার্টে আজ মঞ্চে উঠছেন গিটারিস্ট অনি হাসান

কনসার্টে অনির সঙ্গে গাইবেন আরও অনেকে। ছবি : ফেসবুক থেকে নেওয়া

জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান এবার প্রথমবারের মতো আয়োজন করছেন একক কনসার্ট। আজ শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই আয়োজন। কনসার্টের শিরোনাম— ‘লেটস ভাইব উইথ অনি হাসান ফিচারিং অল স্টারস’।

এই আয়োজনে অনির সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন দেশের শীর্ষ ব্যান্ড তারকারা। আয়োজক সংস্থা ঢাকা ব্রডকাস্ট সূত্রে জানা গেছে, কনসার্টে অনির সঙ্গে পারফর্ম করবেন মিজান রহমান, রাফা, জামশেদ চৌধুরীসহ আরও বেশ কয়েকজন পরিচিত ব্যান্ড শিল্পী।

এছাড়া কনসার্টের আগে থাকছে গিটার বিষয়ক একটি বিশেষ সেশন— গিটার মাস্টারক্লাস, যেখানে সরাসরি প্রশিক্ষণ দেবেন অনি হাসান নিজেই। তার সঙ্গে অংশ নেবেন গিটারিস্ট জুবায়ের হাসান, তৌকির তাজাম্মুল প্রমুখ। তবে মাস্টারক্লাসে অংশ নিতে আলাদাভাবে টিকিট সংগ্রহ করতে হবে।

আয়োজকরা জানিয়েছেন, টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে। আর্লি বার্ড টিকিটের মূল্য ধরা হয়েছে ৮০০ টাকা, সাধারণ টিকিট ১ হাজার টাকা এবং মাস্টারক্লাস ও কনসার্টের কম্বো টিকিট ২ হাজার ৫০০ টাকা। বিকেলে শুরু হবে মাস্টারক্লাস, চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপর শুরু হবে মূল কনসার্ট, যা চলবে রাত ১০টা পর্যন্ত।

উল্লেখ্য, অনি হাসান সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন ‘ভাইব’ ব্যান্ডের মাধ্যমে। পরে যুক্ত হন বিখ্যাত ব্যান্ড ওয়ারফেজে। ২০১১ সালে উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়লেও গানের সঙ্গে যুক্ত ছিলেন নানাভাবে। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালের মে মাসে ব্ল্যাক ব্যান্ডের একটি কনসার্টের মাধ্যমে আবারও মঞ্চে ফেরেন তিনি।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর